Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ফেব্রুয়ারি ২০২০

বারিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন কৃষিমন্ত্রী


প্রকাশন তারিখ : 2020-01-27


গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন মুর‌্যাল উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। গত ২৭ জানুয়ারি ২০২০ তারিখে বাংলাদেশ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মুর‌্যালের উদ্বোধন করেন তিনি। এ সময় কৃষিমন্ত্রী দেশের কৃষি খাতে বঙ্গবন্ধুর অবদান স্মরণ করতে গিয়ে বলেন, দেশে কৃষি গবেষণা কার্যক্রম জোরদার করতে বঙ্গবন্ধু ১৯৭৩ সালে প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স নং ৩২ নামে একটি অধ্যাদেশ জারি করেন।

তারই ধারাবাহিকতায় ঢাকার ফার্মগেটে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) প্রতিষ্ঠার উদ্যোগ নেন। অথচ ওই স্থানে একটি পাঁচ তারকা হোটেল স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল। ওই সময়ে বঙ্গবন্ধু শুধু সবুজ বিপ্লবের ডাক দিয়েই ক্ষান্ত থাকেননি, তিনি দেশবাসীকে কৃষি কাজে উদ্বুদ্ধ করেন। ফলে ক্ষুধা দুর্ভিক্ষের দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে।

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ২২ লাখ কৃষক পরিবারকে পুনবার্সন করেছিলেন বঙ্গবন্ধু। বিনামূল্যে বা নামমাত্র মূল্যে কৃষকদের বীজ, সার কীটনাশক দিয়েছিলেন। শিক্ষিত যুবকদের গ্রামে ফিরে গিয়ে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করার প্রেরণা দিয়েছিলেন। দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন যাতে এক ইঞ্চি মাটিও অনাবাদি না থাকে। বঙ্গবন্ধুই সর্বপ্রথম গ্রামের দরিদ্র বৃদ্ধ মানুষের জন্য ক্ষুদ্রঋণ প্রথা চালু করেছিলেন। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধান, পাট, আখসহ কৃষিপণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আগ্রহেই গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। যে প্রতিষ্ঠান এ পর্যন্ত ৫৫৮টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন এবং ৫৩১টি ফসল উৎপাদনে প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ প্রতিষ্ঠানটি এসডিজি-২ এর ৫টি লক্ষ্য অর্জনে ইতোমধ্যে ৬৫টি প্রকল্প চিহ্নিত করেছে। এই কর্মসূচীগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের আপামর জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত হবে এবং ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনে সহায়ক হবে।

ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয় কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে। একই সঙ্গে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চত্বরেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি গবেষণা ইনস্টিটিউট চত্বরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। এ সময় দেশের প্রবীণ কৃষিবিজ্ঞানী ও এমিরিটাস সায়েন্টিস্ট ড. কাজী এম বদরুদ্দোজা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের এপিএ বিশেষজ্ঞ পুলের সদস্য মো. হামিদুর রহমানসহ কৃষিবিজ্ঞানীরা উপিস্থিত ছিলেন। ঢাকায় ডিডিও কনফারেন্স সভা পরিচালনা করেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। এ সময় মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।